রাজশাহীর গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড় কেজি হেরোইনসহ ইউসুফ আলী কালু (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাদারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। আটক ইউসুফ আলী কালু ওই গ্রামের হেমাজ আলীর ছেলে।
র্যাবের ভাষ্য, আটক ইউসুফ আলী কালু মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। এ নিয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দুপুরে ইউসুফ আলী কালুর বাড়িতে অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর একটি দল। এ সময় ১৫ প্যাকেটে এক কেজি ৫০০ গ্রাম হেরোইন এবং হেরোইন ওজনের দাঁড়িপাল্লাসহ তাকে আটক করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় র্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানি।
একটি মন্তব্য পোস্ট করুন