নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কাটাবাড়ি গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে ৪,বিঘা ১ একর ৯৬ এর মধ্যে ধান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষক মামলার বাদী মজিদুর রহমান চৌধুরী উপজেলার নজিপুর বাজারের মৃত-মোসলেম উদ্দীন চৌধুরীর ছেলে ঘটনার পূর্বে তিনি কোটে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ঐ ৪ বিঘা ১ একর ৯৬ মধ্যে জমির উপর আদালতের ১৪৪ ধারা জারী ছিল কিন্তু মামলার বিবাদী কানু হাজরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতার দাপট দেখিয়ে গত ১০.০৫.১৮ (বৃহস্পতিবার) বেলা ১২ টায় কানু হাজরা সহ তার দুই ছেলে সেলিম হাজরা ও টিটু হাজরাসহ অঙ্গাতনামা ৯ থেকে ১০ জন আমার উক্ত পৈত্রিক ফসলি জমির রোপনকৃত ধান জোর পূর্বক কেটে ফেলেছে।
বাদী শাহ মো: মজিদুর রহমান জানান, আসামীদের ধান কাটতে বাধা দিতে গেলে আমাকে প্রান নাশের হুমকি দেয়। বর্তমানে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যপারে আমাকে কোন সাহায্য করতে আসেনি।
বাস খালা গ্রামের বাসিন্দা মৃত ছবের আলীর ছেলে আইজুল রহমান ও একই গ্রামের রমজান আলীর ছেলে আবুল কাশেম জানান, গত বৃহস্প্রতিবার দুপুর ১২টার দিকে কানু হাজরা সহ তার দুই ছেলে সেলিম হাজরা ও টিটু হাজরা সহ ৯-১০মিলে ধান কেটে ফেলেছে।
এ বিষয়ে পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলাটি কোটে বিচারাধীন অবস্থায় আছে। কোটের অনুমতি ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। কোটের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন