মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দুঃস্থ্য মানবতা সেবা সংস্থা (ডিএমএসএস) এর আয়োজনে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল এনজিও, ইউনিয়ন ফেডারেশনের লিডারদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। অনুষ্ঠানে বাল্য বিবাহ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, মাদক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, এস.আই মোজাম্মেল হক প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন