মাদারীপুর : মাদারীপুর জেলার কালকিনিতে রনি হাওলাদার নামের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পাঙ্গাসীয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। এনায়েতনগর ইউনিয়নের ভোটস্কুল এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্য থেকে লাশটি উদ্ধার করে । লাশের একটি চোখ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। এ সময় ওই স্থান থেকে একটি টর্চ লাইট, মোবাইল সেট ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাঁশ ঝোপের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে,ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এদিকে মৃত
রনি হাওলাদারের পরিবারে দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হারুন অর রশিদ জানান, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় লোকটিকে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে টর্চ লাইট, মোবাইল ফোন ও স্ক্রু ডাইভার পাওয়া গেছে।
এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন