বঙ্গবন্ধু ঘাঁটির তিনটি ইউনিটকে আজ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার আজ মঙ্গলবার বঙ্গবন্ধু ঘাঁটির ৫, ৮ এবং ৭১ নম্বর স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করেন। আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধু’র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক মো. শফিকুল আলম।
পতাকা প্রদানকালে বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধুর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. মনিরুজ্জামান হাওলাদার।
বিমান বাহিনী প্রধান বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্বরণ করবে।
বিমান বাহিনীর সম্মানের প্রতিক হিসেবে প্রদানকৃত পতাকার মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে তিনি এ বাহিনীর সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা অর্জনের পরক্ষণে বিমান বাহিনীর প্রথম ফাইটার স্কোয়াড্রন হিসেবে ৫ নং স্কোয়াড্রন এর জন্ম হয়। আকাশ প্রতিরক্ষা এবং অফেন্সিভ কাউন্টার এয়ার অপারেশনে এই স্কোয়াড্রনের মূখ্য ভূমিকা রয়েছে।
আকাশসীমা মুক্ত রাখার দৃঢ় সংকল্প নিয়ে ১৯৭৬ সালে ৮ নং স্কোয়াড্রন তার যাত্রা শুরু করে। বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি আর আধুনিকায়নের প্রয়াসেই এই স্কোয়াড্রন তার অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে। আধুনিকায়নের জন্য ২০০০ সালে অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের মিগ-২৯ যুদ্ধবিমান এই স্কোয়াড্রনে সংযোজন করা হয়।
যুদ্ধের সময় শত্রু যুদ্ধবিমান ধ্বংস করার লক্ষ্যে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোলারগণ শান্তিকালীন অসংখ্য গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন সম্পন্ন করে আসছে। আর এই কার্যক্রম যথাযথভাবে এবং অত্যন্ত সূচারূভাবে পালন করতে ৭১ নং স্কোয়াড্রন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত বছরে বিমান বাহিনীর সব র্যাডার ইউনিটের মধ্যে ৭১ নং স্কোয়াড্রন সর্বোচ্চ সংখ্যক গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন সফলভাবে সম্পাদন করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন