নওগাঁ বদলগাছী ২ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলম হোসেন (৩৫) ও মেঘলা বেগম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আটককৃতরা হলেন, আলম হোসেন বদলগাছী উপজেলার হলুদবিহার গ্রামের ইশারত সরদারের ছেলে ও মেঘলা বেগম একই গ্রামের আলম হোসেন স্ত্রী।


এব্যাপারে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইন ও ২১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আলম হোসেন ও তার স্ত্রী মেঘলা বেগমকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget