নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড পোরশার ব্যবস্থাপনায় শুক্রবার বেলা ১১টায় নিতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ, সাপাহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম, আব্দুল ওহাব, ইব্রাহিম আলী, পোরশা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রমূখ। এসময় মুক্তিাযোদ্ধা সন্তনগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি আবুল হাসনাত মোস্তফা জামান মিলনকে সভাপতি ও সেলিম রেজাকে সাধারন সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন এবং ছাওড় ইউনিয়নের তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন