রাজশাহী: রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দের পর ধ্বংস করেছে র্যাব। এছাড়া ২২ মাদকসেবী এবং ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে রাজশাহী নগরীর গুড়িপাড়া ও জেলার চারঘাট উপজেলায় এই অভিযান চালায় র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ জানায়, রাতে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ৪৫ হাজার লিটার দেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মদ প্রস্তুতের অপরাধে আটক করা হয় ছয়জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এর আগে সন্ধ্যায় নগরীর গুড়িপাড়া এলাকায় আলাদা অভিযানে ১৬ জনকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দো হয়। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন