বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত
আজকের দেশ সংবাদ:যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক বাসভবন চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়। দুপূর ১২টার দিকে জেলা শ্রমিকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের অফিস চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়। রালীতে নেতেত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। একই সময় শহরের লাইব্রেরী পট্টি থেকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ট ভ্যান ও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে দেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। দুপূর সাড়ে ১২ টায় নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরছুল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে দেন নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এবং সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সুজনের সাধারণ সম্পাদক মাহুদুন নবী বেলাল, অত্র সংগঠনের সহ-সভাপতি আব্দুর রশিদ, সোহেল রানা, সেকেন্দার আলী, সুমন, মোজ্জাম্মেল হক, সাধারণ সম্পাদক ছাবিব হাসান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক ভাবে র্যালী বের করে।
একটি মন্তব্য পোস্ট করুন