নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁ আত্রাই উপজেলা সদর সাহেবগঞ্জ নিউ মার্কেটের দি অঞ্জলী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ৪৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার।
এ ব্যাপারে অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। দোকান মালিকের ধারণা পাশের মান্নান গার্মেন্টস দোকানের ভেতরে ঢুকে চোর স্বর্ণের দোকান লুট করে। লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ টাকা নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ৪৮ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন