নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় বিভিন্ন ডিভাইসসহ সাতজন পরীক্ষার্থীসহ ১১জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার সময় বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী এবং এর আশপাশ থেকে অভিভাবকদের আটক করা হয়। দুপুর ২টার দিকে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার গোলাম মোস্তফার মেয়ে মুক্তা আকতার (২৫), তিলকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তহমিনা আকতার (২৭), ধোপাইকুড়ি গ্রামের রুহুর আমিনের স্ত্রী আতিয়া সুলতানা বিথী (২৭), জেলারপতœীতলা উপজেলার মোছাদ্দেক হোসেনের স্ত্রী সুইট পারভীন (২৬), চকশ্রীপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে নেছারুল হক (৩২), মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩১), বার-বাকাপুর গ্রাামের শহীদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ধামইরহাট উপজেলার বর্জেগঞ্জ গ্রামের মাজেম উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন (৩০), দক্ষিন শ্যামপুর গ্রামের ময়নুদ্দিন মন্ডলের ছেলে মোরশেদুল আলম (৪৫) এবং অপরজেনর নাম জানা যায়নি।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিতিত্বে বিষয়টি আগ থেকে অবগত ছিলাম। পরবর্তীতে পরীক্ষার শুরুর পর পুলিশের গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন কেন্দ্রে অভিযান পরিচালনা করে। এসময় কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিত্বে চারজন অভিভাবককে আটক করা হয়।
এছাড়া শহরের কুমাইগাড়ী মহল¬ার তাজুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষায় সহায়তার বিভিন্ন ডিভাইস- ল্যাপটপ, প্রিন্টর, মোবাইল ফোন, ইয়ারফোন এবং সরবরাহকৃত উত্তরপত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাজুল পালিয়ে যায়। সেই সাথে এঘটনার সাথে জড়িত মুলহোতাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতরা যদি অসদুপায় অবলম্বনের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সে বিষয়টিও দেখা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন