নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় আলাউদ্দিন প্রামানিক (৫৫) নামে একব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন প্রামানিক ওই গ্রামের মৃত কফিল উদ্দিন প্রামানিকের ছেলে। শনিবার বেলা ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে সৎভাই রফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বিবির সঙ্গে আলাউদ্দিনের দ্ব›েদ্বর সৃষ্টি হয়। জের ধরে রফিকুল ইসলামসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিনকে বেধড়ক পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়িঘর তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে।
নিহত আলাউদ্দিনের ছেলে বুলবুল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে আমার সৎচাচারা পরিকল্পিতভাবে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, নিহত আলাউদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন