নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ মিললো ডোবায়

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের তিন দিন পর সিয়াম হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরোইল গ্রামে এক ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


সিয়াম নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের মিন্টু সেখের ছেলে। সিয়াম হোসেন গত সোমবার থেকেই নিখোঁজ ছিল। এ ঘটনায় আইয়ুব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আইয়ুব আলী বিষ্ণপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।


মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম জানান, সিয়াম মাতৃগর্ভে থাকাকালীন তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে সিয়ামের মা সীমা খাতুন বড়াইগ্রামের তিরাইল পূর্বপাড়া তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই শিশুটি বড় হচ্ছিল। গত সোমবার বাড়ির পাশে খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দুই দিন পর থানায় লিখিত অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।


বড়াইগ্রাম থানা পুলিশের এসআই সামসুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আইয়ুব আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget