মো: ইউসুফ আলী সুমান, মহাদেবপুর (নওগাঁ): “পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীসহ পাখি শিকার বন্ধের বিকল্প নাই” নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় ঘটেছে তা মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান সরকার সারাদেশের বন্যপ্রাণীসহ পাখি শিকার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সভাপতি ইউনুসার রহমান হেফজুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম হাবিবুল হাসান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার এ কে এম মফিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন,খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন,ইএসডিও’র উপজেলা সমন্বয়কারী শাহানাজ পারভীন মুক্তি, সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গোলাম রসুল বাবু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল, মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ,মেহেদী হাসান, মুনছুর সরকার, নির্মল বর্মন, সৌখিন প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন