নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর সুইচগেট বাজারের তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভবানীপুর সুইচগেট বাজারে আকাশ টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং এর দোকান, হামিদুল ইসলাম গোল্লার বিকাশ এর দোকান ও মো: মোজাম্মেল প্রাং এর ফ্লাক্সিলোডের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। এত প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এই ঘটনার পর আশে পাশে দোকান গুলোর মালিকদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকানের মালিকেরা। রাতের আধারে কেউ দেকানে না থাকার সুযোগে আকাশ টেলিকম এর দোকানের সামনের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৭৫টি নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়। এবং চোরেরা হামিদুল ইসলাম গোল্লার বিকাশের দোকান ও আজম্মেল প্রাং এর দোকানের সার্টার ভেঙে পালিয়ে যায়।
এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন