প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় অষ্টম শ্রেনীতে পড়–য়া সাজিয়া আকতার দিয়া নামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে ফাস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত সাজিয়া আকতার শহরের আরজি- নওগাঁ মৃদ্ধপাড়া মহল্লার হারুনুর রশীদ এর মেয়ে। নওগাঁ পিএম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজিয়া সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি পর কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফানের সাথে গলায় ওড়না পেচনো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনা কেন ঘটেছে এবং হত্যা না আতœহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (তদন্ত ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আতœহত্যা নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে তবেই সেটি নিশ্চিত হওয়া সম্ভব। তবে প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন