মো.হারুন আল রশীদ, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে মহান মে দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আওয়ালীগের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, মাহফুজার রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আনম আফজাল হোসেন, খাজা ময়েন উদ্দিন, শ্রমিকলীগ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, শ্রমিকনেতা রফিক উদ্দিন, মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন