উদ্ধার হলো মত্রিবাহনিীর সইে ট্যাংক

রংপুর পীরগঞ্জ: রংপুররে পীরগঞ্জ উপজলোর করতোয়া নদীর কাঁচদহ ঘাটরে পানরি নচিে থাকা ট্যাংকটি অবশষেে উদ্ধার করা হয়ছে। শুক্রবার দনিভর চষ্টো চালয়িে রাত সাড়ে ১১টার দকিে ট্যাংকটি পানরি নচি থকেে তুলে আনা হয়।

এর আগে গত ২৭ এপ্রলি স্যালোমশেনি দয়িে বালি উত্তোলন করতে গয়িে এর সন্ধান পান স্থানীয়রা। খবর পয়েে ওইদনি বকিলেে রংপুররে জলো প্রশাসক এনামুল হাববি উপজলোর টুকুরয়িা ইউনয়িনরে দুধয়িাবাড়ী গ্রামে ঘটনাস্থল পরর্দিশন করে ট্যাংকটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণরে কথা জানান।উদ্ধার হলো মত্রিবাহনিীর সইে ট্যাংক

কাঁচদহ গ্রামরে বাসন্দিা মৃত আব্দুল লতবি ময়িার ছলেে আলতাব হোমনে (৭৫) ও রংপুররে মঠিাপুকুর উপজলোর নধিরিামপুর গ্রামরে মৃত নজমুল হোসনেরে ছলেে শাখাওয়াত হোসনে জানান, মুক্তযিুদ্ধরে সময় ভারতীয় মত্রিবাহনিী অনকেগুলো ট্যাংক নয়িে করতোয়া নদী পার হয়ে রংপুররে পীরগঞ্জরে দকিে যাওয়ার সময় এখানে কাদা আর চোরাবালতিে আটকে যায় এই ট্যাংকট।ি এ ঘটনা ঘটে দুপুররে দকি।ে সসেময় তারা এটি উদ্ধারে যতই চষ্টো চালায়, ততই ট্যাংকটি ডবেে যায়। দনিভর চষ্টো করে সফল না হওয়ায় চলে যান তারা। দশে স্বাধীন হওয়ার ৪-৫ বছর পর এটি জগেে উঠলে বগুড়ার কছিু লোক এসে অনকে যন্ত্রাংশ কটেে কটেে নয়িে গছে।ে এরপর গত ১২ থকেে ১৪ বছর আগে আবারও জগেে ওঠে ট্যাংকট।ি তখনও এর যন্ত্রাংশ অনকেইে কটেে নয়িে গছে। মূলত তখন এটি উদ্ধার বা সংরক্ষণে পদক্ষপে গ্রহণ করা হলে এটি হয়তো অক্ষত থাকতো। কন্তিু এবার যখন জগেে উঠছেে তখন টনক নড়ছেে সবার। কন্তিু ততক্ষণে অনকে কছিুই নইে।

এদকিে শনবিার ট্যাংকটরি উদ্ধার খবর পয়েে উৎসুক শত শত মানুষ সটেি দখোর জন্য ওই এলাকায় ভড়ি করতে থাকনে।
উপজলো মুক্তযিোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল বলনে, আমরা যুদ্ধরে সময় ট্যাংকটি উদ্ধাররে চষ্টো করছে।ি কন্তিু সম্ভব হয়ন।ি

পীরগঞ্জ উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) কমল কুমার ঘোষ জানান, জলো প্রশাসকরে নর্দিশেে ট্যাংকটরি অংশ বশিষে উদ্ধার করা হয়ছে।ে মুক্তযিুদ্ধরে এ স্মৃতি সংরক্ষণে প্রশাসনরে পক্ষ থকেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget