কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
এক শোকবার্তায় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এ কে এম মাইদুল ইসলাম ৭৮ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
সাবেক মন্ত্রী মাইদুল ইসলাম জাতীয় পার্টির (জেপি) টিকেটে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন মাঈদুল ইসলাম।
এর আগে জিয়াউর রহমানের শাসনামলে বিএনপি ও এইচ এম এরশাদের মন্ত্রিসভার একাধিকবার মন্ত্রী ছিলেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন