নওগাঁর সাপাহারে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের নিরুৎসাহীকরতে প্রচার-প্রচারণা

তন্ময় ভৌমিক, নওগাঁ: “মাদককে না বলি, বাল্যবিয়ে প্রতিরোধ করি, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করি” এই শ্লোগানকে সামনে রেখে সাপাহারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে এমন প্রচারণা চালান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) সামিউল আলম।
এ সময় ছাত্রীদের লেখাপড়ার খোঁজ খবর নেয়ার পাশাপাশি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) সামিউল আলম বলেন, মাদক থেকে সকলকে দুরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সজাগ থেকে মাদক যারা সেবন করে তাদের সুপথে ফিরিয়ে আনতে মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করেন তিনি। এছাড়াও বাল্য বিয়ের ক্ষতির দিকগুলো তুলে ধরে ১৮ ও ২১ বছরের আগে কোন বিয়ে নয় বলে ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন। এ ছাড়াও জরুরী সেবার জন্য ৯৯৯ সহ ট্রাফিক আইন সম্পর্কে ছাত্রী ও শিক্ষকদের সচেতনতা করা হয়।
‘মাদককে না বলি, বাল্য বিয়ে প্রতিরোধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হই’ এই শ্লোগানে শপথ বাক্য পাঠ করানো হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget