জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া গ্রাম থেকে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন উপজেলার নারায়ণপাড়া গ্রামের আলামিন হোসেনের স্ত্রী ।
স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বিকেলে শারমিন শোবার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঠিক কী কারণে শারমিন আত্মহত্যা করেছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি বলে জানান ওসি।
একটি মন্তব্য পোস্ট করুন