কক্সবাজার: পৃথক অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ১২ হাজার ৬৮২ পিস ইয়াবাসহ ৫ পাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভোরে টেকনাফের রাজারছড়া কবির মেম্বারের বাড়ি সমানে রাস্তা থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ একটি ট্রাক আটক করে পুলিশ। একই দিন পুলিশের অপর এক অভিযানে টেকনাফের সাবরাং থেকে ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ মাহামুদুল হক (২৪) নামে এক পাচারকারীকে আটক করা হয।
এছাড়া সোমবার রাতে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তারা হলেন- সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা লুৎফর রহমান, রফিক আহমেদ, মো. কাশেম ও মো. সোলতান ওরফে মাঝি।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত বড়ুয়া জানান, টেকনাফের রাজারছড়া এলাকা দিয়ে একটি ট্রাকে করে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে কবির মেম্বারের বাড়ি সামনে থেকে একটি ট্রাক আটক করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই দিন পুলিশের একটি টিম টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আলাদাভাবে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সেন্টমাটিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান বাংলাদেশে আসছে এমন খবরের ভিত্তিতে সোমবার রাত ৭টার দিকে তিনিসহ কোস্ট গার্ডের একটি টিম সেন্টমার্টিন জেটি ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ধাওয়া করে একটি ট্রলারসহ চার পাচারকারীকে আটক করেন তারা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ট্রলারের কাঠের নিচ থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার দাম ১৮ কোটি টাকা।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাজু আহম্মদ বলেন, আটক চারজনকে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন