নওগাঁ হাসপাতালে চিকিৎসা অবহেলায় সাংবাদিকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ হাসপাতালে চিকিৎসা অবহেলায় সাংবাদিক নাজমুল হুদা’র মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে প্রতীকি কর্মবিরতি এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার মুক্তিরমোড়ে প্রধান সড়কের পাশে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করে প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা। এ সময় তাঁরা তাঁদের ক্যামেরা, ট্রাইপড, কলম, প্যাড ইত্যাদি উপকরন রেখে তার পাশে অবস্থান গ্রহন করেন। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
সাংবাদিকরা তাঁদের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম ও আবাসিক চিকিৎসক ডা: মুনির আলী আকন্দকে বদলী, নওগাঁ হাসাপাতালকে জেলার প্রায় ৩২ লক্ষ মানুষের চিকিৎসা উপযোগী করে তোলা এবং চিকিৎসকদের চিকিৎসা সেবা দেয়ার মানষিকতা গড়ে তোলার আহবান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক করতোয়া প্রতিনিধি নবির উদ্দিন, ইনকিলাব প্রতিনিধি এমদাদুল হক সুমন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: শাহজাহান আলী, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মো: সাদেকুল ইসলাম, এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রাইহান আলম, এনটিভি প্রতিনিধি আসাদুর রহমান জয়, সময় টেলিভিশন প্রতিনিধি এম আর রকি, বাংলাভিশন প্রতিনিধি বেলায়েত হোসেন, যমুনা টেলিভিশন প্রতিনিধি শফিক ছোটন, চ্যানেল-২৪ প্রতিনিধি হারুন-অর-রশিদ চৌধুরী রানা এবং দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল।
কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে তাৎক্ষনিকভাবে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক জয়নুল আবেদীন মুকুল এবং বিশিষ্ট নাগরিক মোস্তাক হাসান গুল্টু।
এ সভা থেকে পুনরায় উক্ত তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম এবং আবাসিক চিকিৎসক ডা: মুনির আলী আকন্দের অন্যত্র বদলী দাবী করে ৭ দিনের আলটিমেটাম ঘোষনা করা হয়। আগাম ৭ দিনের মধ্যে ঐ দুই স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী না করা হলে আগামীতে সামজিক আন্দোলন গড়েম তোলার কর্মসূচী ঘোষনা করেন তারা।
একটি মন্তব্য পোস্ট করুন