আবু রায়হান রাসেল, নওগাঁ: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে গত শনিবার বিকেলে নওগাঁ জেলার সাপাহার উপজেলার বিভিন্ন হাটবাজারে ভেজাল বিরোধী অভিজান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেজাল ইফতার সামগ্রী বিক্রির অপরাধে ১১ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, ‘তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাপাহার বাজার, দীঘীর হাট বাজার এবং খঞ্জনপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং ভেজাল খাবার বিক্রির অপরাধে ১১ জন ব্যবসায়ীকে জড়িমানা করা হয়।’
তিনি বলেন, ভেজাল বিরোধী এ অভিযান চলবে পুরো রমজান মাসে।
একটি মন্তব্য পোস্ট করুন