নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিলয় মটরস্ লিমিটেডের ডিলার পল্লী এন্টারপ্রাইজের শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের দয়ালের মোড় মোকাই চোধুরীর বিল্ডিংয়ে পল্লী এন্টারপ্রাইজের নিজস্ব কার্যালয়ে শো রুমের উদ্বোধন করেন মো. আব্দুস সবুর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কামরুল হাসান, নিলয় মটরস্ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার পার্থ সরকার, টেরিটরি ম্যানেজার কামরুল ইসলাম, টেরিটরি ম্যানেজার সার্ভিস মোকাররম হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে, জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শো রুম উদ্বোধন উপলক্ষে ঈদকে সামনে রেখে নিলয় মটরস্ লিমিটেডের সকল মটরসাইকেলের উপর সর্বোচ্চ ১৬ হাজার ১১০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছাড় ঈদের আগের দিন পর্যন্ত প্রযোয্য হবে বলে জানান তারা।
একটি মন্তব্য পোস্ট করুন