নওগাঁর মান্দায় বসতবাড়িতে আগুণে ২লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা, নওগাঁ: নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার খুঁদিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় খুঁদিয়াডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এক মুহুর্তে আগুন আশরাফুল ইসলাম ও তার ভাই উজ্জল হোসেনের বাড়িতে ছড়িয়ে যায়। এতে দুই পরিবারের পাঁচটি ঘর, নগদ টাকাসহ আসবাবপত্রসব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে গৃহকর্তা আশরাফুল ইসলাম দাবি করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget