নতুন মোড়কে আবারও ‘দেবদাস’ নির্মাণ করবেন জাকারিয়া সৌখিন। তবে পরিচালক তাঁর টেলিফিল্মটির নাম রেখেছেন ‘জলসাঘর’। চরিত্রগুলোর নামও পাল্টে দিয়েছেন, দেবদাস এখানে পবন, পার্বতীর নাম অবনী আর চন্দ্রমুখীর নাম চারুলতা। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরনো হয় না। তাই বর্তমান সময়ে এসে চরিত্রগুলো কেমন আচরণ করে সেটাই দেখাব বলে ঠিক করেছি। বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেক কিছু পাল্টে গেছে; কিন্তু গল্পের মূল আবেগ ঠিক থাকবে।’ প্রধান তিন চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় তিন তারকা অপূর্ব, মেহজাবীন চৌধুরী ও জাকিয়া বারী মমকে। আসছে ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে বাংলাভিশনে। ২৫ মে থেকে শুটিং।
অপূর্ব বলেন, ‘বড় বড় অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। কঠিন চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব।’
মেহজাবীন বলেন, ‘নির্মাতা যখন ভাবনা শেয়ার করেছিলেন, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। পার্বতীর নতুন এক রূপ পাবেন দর্শক।’
জাকিয়া বারী মমর মতে, ‘সিনেমায় নাচ-গানের ভিড়ে আসল চন্দ্রমুখী ঢাকা পড়ে গেছে। এখানে চন্দ্রমুখীকে একেবারেই ভিন্নরূপে দেখা যাবে।’
একটি মন্তব্য পোস্ট করুন