মাসুদুর রহমান রতন, নওগাঁ: গত ৩মে নওগাঁর সাপাহারে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষন ক্যাম্পটি পরিচালনা করে। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ উপলক্ষে সাপাহারের তিলনা বহুমূখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিলনা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থিীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সাপাহার উপজেলার নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান। ৩০ জন প্রশিক্ণার্থির অংশ গ্রহনে এ প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন আব্দুর রউফ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন