সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘুল্লা ও ক্ষিদ্রমাটিয়া গ্রামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস ও ক্ষিদ্রমাটিয়া গ্রামে মুকুন্দগাতি গ্রামের মৃত আজিজ প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম যমুনা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন