নওগাঁর মহাদেবপুরে পাওনাদারের মারপিটে স্কুল শিক্ষকের মৃত্যু

মো ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পাওনাদারের মারপিটে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে। জানা গেছে, ভালাইন গ্রামের আবেদিনের পুত্র শান্তর কাছ থেকে একই গ্রামের খাতির উদ্দিনের পুত্র সান্তাহার হারভে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান তিন হাজার টাকা ধার নেয়। গত বৃহস্পতিবার পাওনাদার শান্ত লুৎফর রহমানকে টাকা পরিষোধের জন্য চাপ দেয়। লুৎফর রহমান টাকা দিতে ব্যর্থ হলে শান্ত তাকে মারপিট করে। আশংখাজনক অবস্থায় লুৎফর রহমান কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ওসি তদন্ত আব্দুল মালেক জানান, লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget