এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্যবসায়ী ও সেবনকারিসহ ৭জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহী র্যাব ৫ এর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের খগেন্দ্রনাথের ছেলে চঞ্চল কুমার (২৬), গোবিন্দপুর গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে দিলিপ চন্দ্র বিশ্বাস (৪৫), সুধীর চন্দ্রের ছেলে সুনীল কুমার (৩৮), এনায়েতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা ওরফে বাবু (২৫),পার এনায়েতপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩২), শ্রীরামপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাব্বানী (২৫), এবং নওগাঁ সদর উপজেলার পয়না গ্রামের মৃত অহির সোনারের ছেলে আবদুর রশিদ সোনার (৫০)। এদের মধ্যে দিলিপ চন্দ্র, আমজাদ হোসেন, সোহেল রানা ওরফে বাবু এবং আবদুর রশিদকে ছয় মাস, সুনীল কুমারকে দুইমাস চঞ্চল কুমার এবং রাব্বানীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, আটককৃতদের গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন