ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের ফলে ওই মহাসড়ক দিয়ে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কটির সাভার বাজার বাসস্ট্যান্ড পয়েন্টে অবস্থান নেয় শ্রমিকরা। অবরোধকারীরা সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার আব্বাস এ্যাপারেলস লিমিটেডের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বেতন বকেয়া রেখে তা পরিশোধে তালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ।ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ

সালমা নামে এক শ্রমিক জানান, কারখানাটিতে প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। বকেয়া বেতন পরিশোধের কথা বলে সর্বশেষ গত রোববার প্রত্যেক শ্রমিককে নাম মাত্র ১০০০ টাকা করে প্রদান করে মালিকপক্ষ। আজ মঙ্গলবার সমস্ত বকেয়া পরিশোধের কথা বলে মালিকপক্ষের কোনো কর্মকর্তা অফিসে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষকে বাধ্য করা হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget