নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আইনের সহায়তা চাইতে আসা মানুষের কাছে ঘুষ দাবি করা এবং ঘুষ না পেলে মারধর সহ মাদকব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে ওসি আকরামের বিরুদ্ধে।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাঁকে নিয়ামতপুর থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গত ২৫ মে প্রথম আলোতে ‘ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, আকরাম হোসেন গত ১৬ মার্চ নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। কিন্তু মাস দুয়েকের মধ্যেই তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ, ঘুষ না দিলে আইনের সহায়তা চাইতে আসা মানুষজনকে মারধর, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ওসি আকরামের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে গত ২০ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাঁর অপসারণের দাবি জানিয়ে রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জানান।
একটি মন্তব্য পোস্ট করুন