কুড়িগ্রাম: ঢাকায় কমরত কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের নিয়ে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ডেসটিনির অনিল সেনকে আহŸায়ক ও দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিবকে সদস্যসচিব করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর তোপখানা রোডের আরডিজেএ-এর অফিসে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উমর ফারুক (নতুন সময়), বাতেন বিপ্লব (এসএ টিভি), হামিদ-উজ-জামান মামুন (যুগান্তর), কাদের বাবু (বাবুই) ও রেজাউল করিম প্লাবন (যুগান্তর)। সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রশাসনের দৃষ্টিগোচর করা এবং সংগঠনের মাধ্যমে একতাবদ্ধভাবে কুড়িগ্রামের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সফিউল আলম রাজা (প্রিয়.কম), শেখ রোকন (সমকাল), এম এ মোতালিব (কালের কণ্ঠ), রফিকুল রঞ্জু (প্রিয়.কম), আখতারুজ্জামান (ফেমাস নিউজ), শুভ অংকুর ভট্টাচার্য (চ্যানেল টোয়েন্টিফোর), আবদুর রাজ্জাক সরকার (সমকাল), আরিফুল ইসলাম আরিফ (এএনবি), সজিব তৌহিদ (প্রথম আলো), আলামা ইকবাল অনিক (মাছরাঙা), মো. হাবিবুর রহমান রাজ (আমাদের পত্রিকা.কম), মুহা. আবদুল হাই (টাইম নিউজ) ও মো. জহুরুল ইসলাম।
এদিকে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন হওয়ায় জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন ও প্রথম খবরের জেলা সংবাদদাতা মো: রফিকুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন