কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র আত্মপ্রকাশে জার্নালিস্ট ক্লাবের অভিনন্দন জ্ঞাপন

কুড়িগ্রাম: ঢাকায় কমরত কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের নিয়ে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ডেসটিনির অনিল সেনকে আহŸায়ক ও দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিবকে সদস্যসচিব করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর তোপখানা রোডের আরডিজেএ-এর অফিসে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উমর ফারুক (নতুন সময়), বাতেন বিপ্লব (এসএ টিভি), হামিদ-উজ-জামান মামুন (যুগান্তর), কাদের বাবু (বাবুই) ও রেজাউল করিম প্লাবন (যুগান্তর)। সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রশাসনের দৃষ্টিগোচর করা এবং সংগঠনের মাধ্যমে একতাবদ্ধভাবে কুড়িগ্রামের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সফিউল আলম রাজা (প্রিয়.কম), শেখ রোকন (সমকাল), এম এ মোতালিব (কালের কণ্ঠ), রফিকুল রঞ্জু (প্রিয়.কম), আখতারুজ্জামান (ফেমাস নিউজ), শুভ অংকুর ভট্টাচার্য (চ্যানেল টোয়েন্টিফোর), আবদুর রাজ্জাক সরকার (সমকাল), আরিফুল ইসলাম আরিফ (এএনবি), সজিব তৌহিদ (প্রথম আলো), আল­ামা ইকবাল অনিক (মাছরাঙা), মো. হাবিবুর রহমান রাজ (আমাদের পত্রিকা.কম), মুহা. আবদুল হাই (টাইম নিউজ) ও মো. জহুরুল ইসলাম।


এদিকে ‘কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা’র সাত সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন হওয়ায় জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন ও প্রথম খবরের জেলা সংবাদদাতা মো: রফিকুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget