রংপুরে এক ক্লিনিকে প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ গ্রেফতার

রংপুর: রংপুরে এক ক্লিনিকে প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্র জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার শারমিন আক্তার মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকেলের দিকে শারীরিক সমস্যা হলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিকে যান।


এ সময় শারমিনের অশ্লীল ভিডিও ধারণ করে ওই ক্লিনিকের ওটি ইনচার্জ মামুন। বিষয়টি টের পেয়ে শারমিন আক্তার প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করলে ক্লিনিক থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget