আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে সরকারি পুকুরের মালিকানা ও দখল করাকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে আজিম উদ্দিন (৩০) নামের এক আ’লীগ কর্মী নিহত হয়েছে এবং আরো ৬জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার করজগ্রামে।ওই গ্রামে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। আজিম উদ্দিনের হত্যার বিচারের দাবীতে গ্রামবাসীরা রাণীনগর-আবাদপুকুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মাসুম, আজিজ, রাহিম ও আলমকে ঘটনাস্থল থেকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা।
সূত্রে জানা , ওই গ্রামে ৩টি সরকারি পুকুর আছে। যে পুকুরগুলো সরকারি ভাবে ৩বছর পর পর টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। এই পুকুরগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকারি টেন্ডারের মাধ্যমে পুকুরগুলো উপজেলার লোহাচ’ড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিজ পায়। কিন্তু প্রায় দু’মাস অতিবাহিত হয়ে গেলেও গ্রামবাসীরা সেই পুকুর হস্ততান্তর না করায় এদিন পুকুরের মালিকরা ওই পুকুরে মাছ ছাড়তে গেলে গ্রামবাসীরা বাধা দিলে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ওই গ্রামের সৌখিন পাড়ার মৃত- সৌখিন উদ্দিনের ছেলে আ’লীগ কর্মী আজিম উদ্দিন নিহত হয়। অপরদিকে সংঘর্ষে ওই গ্রামের আলিম উদ্দিন, মিজানুর রহমান, শহীদ, বুলু, ল²ণ, নজরুল গুরুত্বর আহত হলে তাদেরকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
অপরদিকে গ্রামবাসীরা জানান, এই পুকুরগুলো দীর্ঘদিন যাবত ওই গ্রামের মসজিদ ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ করে কতিপয় ব্যক্তিরা পুকুরগুলোর মালিকানা দাবী করে জোবর-দখল করার চেষ্টা করে। আমরা গ্রামবাসীরা সেই দখলদারকে প্রতিহত করার চেষ্টা করেছি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। তবে সবকিছুই পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে হত্যার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন