নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আত্রাই থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আত্রাই সাব-রেজিষ্ট্রী অফিস সংলগ্ন মিল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই বিএনপি’র আহবায়ক এস.এম.রেজাউল ইসলাম রেজু ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো:আনোয়ার হোসেন বুলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল জলিল চকলেট, এসএম ফারুক বখত, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, আশরাফুল ইসলাম লিটন, থানা যুব নেতা নাসির উদ্দিন চঞ্চল, প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রায়হান কবির রতন, নসিব, সেন্টুসহ ৮টি ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন