নওগাঁ জেলা হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁ জেলা হ্যান্ডবল লীগের চূড়ান্ত খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অলিম্পিক ক্রীড়া সংসদ ৬-৫ গোলে নবতরুণ সংসদ হাজিপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিন বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে টুর্নামেন্ট কমিটির আহŸায়ক ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির আহŸায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
গত ২৮ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ১৬টি হ্যান্ডবল দল অংশ নেয়। ৪টি গ্রæপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে এই খেলা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget