মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, ইউপি সদস্য আশরাফ হোসেন, আতিকুর রহমান প্রমুখ। এবার আলমপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ও সরকারী উন্নয়ন অনুদানসহ মোট ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৩২ টাকা আয় ও রাজস্ব ব্যয় ও সরকারী উন্নয়ন ব্যয় বাবদ ৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৩২ টাকা ব্যয় হিসেবে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক।
একটি মন্তব্য পোস্ট করুন