নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তপন কুমার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। তপন উপজেলার নজিপুর ইউনিয়নের খইমপুর গ্রামের সুকুমার চন্দ্র মণ্ডলের ছেলে।
পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, তপন কুমার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২৮ এপ্রিল পরিবারের লোকজন তপনকে নজিপুর পৌরসভা (ব্রিজ মোড়) এলাকার মাতৃছায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান।
বুধবার সন্ধ্যায় তপন তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেন। পরে রুমের জানালা দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন