নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সুলতানপুর বাইপাস ব্রীজে স্ব-উদ্দোগে এলইডি রোড় লাইটের উদ্ধোধন করা হয়েছে। নওগাঁ শহরের সুলতানপুর জেলে পাড়ার গাবতলী ব্রীজ ৬মাস পূর্বে সম্পন্ন হলেও ব্রীজে ও দুপাশে রাতে অন্ধকার থাকাই প্রতিনিয়ত চুরি ছিনতাই মাদকের রমরমা ব্যবসা হতো। একারণে শনিবার ইফতার শেষে সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্দোগে পৌর মেয়র নজমুল হক সনি, প্যানেল মেয়র জান্নাতুন ফেরদৌস মুন্নি, কমিশনার মজনুর, পিডিবি সহ সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থা ও স্থাণীয়দের সহযোগীতায় ব্রীজের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি রোড় লাইটসহ দু’পাশে ৭টি লাইট শেড দেওয়া হয়। এই লাইট স্থাপনের কারণে অত্র এলাকায় চুরি ছিনতাই মাদকের রমরমা ব্যবসা বন্ধ হবে বলে মনে করেন এলাকা বাসী। উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার মোস্তাক আহম্মেদ, জুয়েল রানা, শাহিন মন্ডল, আকরাম হোসেন, হারুন আর রশিদ, মাসুদ রানা সহ গন্যমান্য বাক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন