রাজশাহী: দীর্ঘ সময় পার হলেও কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। দ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে গত বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে মানববন্ধন করেছেন কয়েকশ শিক্ষার্থী।
মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী নাহিদ বলেন, যে দেশে তিনদিনের মধ্যে জেলার নাম পরিবর্তন করে দেয়া যায়, সে দেশে কোটার প্রজ্ঞাপন জারিতে এতো কালক্ষেপণ কেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ ছাত্র অধিকার রক্ষা পরিষদের আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, যে দিন প্রধানমন্ত্রী সংসদে কোটা সংস্কার বাতিলের কথা বলেছিলেন সেদিন দেশের গোয়েন্দা সংস্থার লোকেরা কোনো লিখিত ডকুমেন্ট ছাড়াই আমাদের নাড়ি-নক্ষত্র বের করেছিলেন। রাশেদ ভাইয়ের বাবাকে উঠিয়ে নিতে কোনো লিখিত ডকুমেন্ট লাগেনি, তাহলে আজকে প্রজ্ঞাপন দিতে লিখিত লাগবে কেন?
শিক্ষার্থীরা টালবাহানা মেনে নিবেন না জানিয়ে তিনি বলেন, টালবাহানা বন্ধ করুন। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে আসিনি। সাধারণ শিক্ষার্থীরা কোনো টালবাহানা মেনে নেবে না। আর কোনো ফাঁদে পা দিতে চায় না তারা। অনতিবিলম্বে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করুন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোরশিদুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম মুবিন, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জমান, মুক্তিযোদ্ধার সন্তান ইতিহাস বিভাগের শিক্ষার্থী সায়েম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন