নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭২ জন্যকে আটক করেছে পুলিশ। বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়, মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে।
শুধু মাদক বিক্রেতা বা সেবী নয় কোনো পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে কোনোভাবে জড়িত থাকেন তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন