নওগাঁর মহাদেবপুরে দপ্তরী নিয়োগে মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ না করার অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে গত ৫ এপ্রিল উপজেলার ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জন দপ্তরী কাম প্রহরী নিয়োগ করা হলেও এই নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ না করায় নিয়োগ বঞ্চিত হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। চলতি বছরের ২৭ মার্চ ২৮ মার্চ ও ৪ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ৫ এপ্রিল ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জন দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়। তবে মুক্তিযোদ্ধ পরিবারের কেউই নিয়োগ পাননি। মুক্তিযোদ্ধা কোঠা অনুসরণ না করায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা নিয়োগ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এদিকে সকল চাকুরীতে মুক্তিযোদ্ধ কোঠা অনুসরণের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম বলেন, নিয়োগ নীতি মালায় মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সের ব্যাপারে নির্দেশনা থাকলেও কোঠা সংরক্ষনের কোন নির্দেশনা না থাকায় কোঠা সংরক্ষন করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget