মো. ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ভেজাল গুড় উৎপাদনকারি কারখানায় অভিযান চালিয়ে মালিক কে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে প্রায় ৫মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরকৃষ্টপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা করে মহাদেবপুর থানার পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ জানান, উপজেলার মথুরকৃষ্টপুর গ্রামের ছামাদ আলীর ছেলে শফিকুল ইসলাম লাবলু চিনি, ভুট্টার গুড়া, রং, হাইড্রোজ, সোডা, ফিটকারির মিশ্রণ ঘটিয়ে ভেজাল আখের গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিক কে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। সে জীবনে আর এব্যবসা করবে না বলে ওয়াদা করে।
একটি মন্তব্য পোস্ট করুন