নওগাঁর রানীনগরে কাঠমিস্ত্রির ঘরে ২৫০টি গোখরো সাপ

রানীনগর, নওগাঁ : নওগাঁর রানীনগরে একটি বাড়ি থেকে প্রায় ২৫০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ওই বাড়িসহ আশে-পাশের বাড়ির মানুষদের মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে উজ্জল হোসেন নামের এক কাঠমিস্ত্রির বাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি উজ্জল হোসেনের স্ত্রী দুপুরে বাড়ির কাজ শেষ করে শোবার ঘরে গিয়ে ধানের উপর সাপের বাচ্চা দেখতে পান। এসময় ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে সাপের বাচ্চাটি ঘরের কোনে টিভি রাখা ট্রলির নিচে গর্তে চলে যায়। পরে লোকজন গর্ত খুঁড়ে ২৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। সেখানে বেশ কিছু ডিমও পাওয়া যায়। পরে সাপের বাচ্চাগুলোকে মেরে আগুনে পুড়ে ফেলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget