I PHONE এবার হাতের মুঠোয় ভাঁজ হয়ে যাবে

আস্ত স্মার্টফোন ভাঁজ হয়ে যাচ্ছে, এটা নতুন কিছু নয়। আগেই এমন ফোন এসেছে বাজারে। তবে যদি আইফোন এমন ফিচার নিয়ে আসে, তাহলে তার আকর্ষণই হবে আলাদা। শোনা যাচ্ছে এবার নাকি ফোল্ডিং ফোন নিয়ে আসছে আ্যাপল।

ইতিমধ্যেই স্যামসাং জানিয়ে দিয়েছে, ভাঁজ করা গ্যালাক্সি এক্স বাজারে আনছে তারা। এবার জানা গেল, শুধু স্যামসাং-ই নয়, ২০২০-র মধ্যে অ্যাপলও নিয়ে আসতে চলেছে ভাঁজ করা আইফোন।

জানা গিয়েছে, তাদের এশীয় সহযোগীর সঙ্গে হাত মিলিয়ে অ্যাপল এখন ভাঁজ করা যায় এমন আইফোন তৈরির কাজে নেমেছে। মনে করা হচ্ছে, অন্যান্য আইফোনের সঙ্গে এই নতুন মডেলের খুব বেশি তফাৎ থাকবে না। হয়ত দৈর্ঘ্য ও প্রস্থে একটু বাড়বে।

ইতিমধ্যেই আইফোন এক্সের নকশায় বিশাল পরিবর্তন এনেছে অ্যাপল। একেবারে শুরু থেকে থাকা হোম বাটন সরিয়ে দেওয়া হয়েছে। এবার এই ভাঁজ করা আইফোন অ্যাপলের নকশায় আর এক যুগান্তকারী পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

শোনা যাচ্ছে, অ্যাপল এই আইফোনগুলি প্রদর্শন করার জন্য আর এক বহুজাতিক সংস্থা এলজির সাহায্য নিতে পারে। যদিও এই খবরের সত্যতা সম্পর্কে এখনও জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget