নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মান্দা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়

আজকের দেশ সংবাদ:
নওগাঁর মান্দায় গত সোমবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানের সাথে মান্দা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মান্দা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এম হারুন আল রশীদ হীরা, কোলকাতা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রওশন আলম, রাজশাহীর আলো প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম তুহিন প্রমূখ। সাংবাদিকরা তার নানা উন্নয়ন কার্যক্রম এবং কিছু মন্থর হয়ে যাওয়া কাজগুলো বিশেষ করে ঐতিহাসিক কুশুম্বা মসজিদের উন্নয়ন, প্রসাদপুর বাজারে নতুনভাবে ডাক বাংলো নির্মাণ, প্রসাদপুর খেয়াঘাটে যাত্রী ছাউনী নির্মাণের জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করে তা দ্রæত বাস্তবায়নের দাবী করেন। তাছাড়া প্রসাদপুর বাজারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কে জনসাধারণের পথ চলাচল নিরাপদ করা এবং প্রসাদপুর বাজারের জন্য নতুনভাবে কিছু সড়কের বাতি স্থাপন কার্যক্রম সম্প্রসারণের জন্য দাবী করে তা বাস্তবায়নের জোর দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাধ্যের মধ্যে সব কাজ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, তিনি মাদক মুক্ত এবং বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়তে চান। এজন্য নানা উদ্যোগ বাস্তবায়নের কথা অবহিত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া যতদিন এ উপজেলায় দায়িত্বে থাকবেন ততদিন যতদুর সম্ভব মাদকমুক্ত সমাজ গঠনে তার বলিষ্ট ও কঠোর ভূমিকার কথা তুলে ধরেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget