নওগাঁর নিয়ামতপুরে ৫টি গ্রামে ৬ শত ৮৫ জন গ্রাহকের বিদ্যুতায়নের উদ্বোধন

জ্বলছে আলো চলছে দেশ, আলোকিত বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমার নির্বাচনী এলাকার একটি পরিবারও বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হবে না। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ২০১৮ সালের জুন মাসের মধ্যে নিয়ামতপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। ইতি মধ্যে পোরশা উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। গত বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৫টি গ্রামে ৬শত ৮৫ জন গ্রাহকের দি্যুতায়নের উদ্বোধনী সভায় ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমাদের সীমিত সম্পদ দিয়ে কিভাবে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া হবে। উন্নয়ন চলমান পক্রিয়া। উন্নয়নের জন্য আপনাদের ধর্য্য ধরতে হবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গত বুধবার সকাল সাড়ে ৮টায় হাজিনগর ইউনিয়নের হাসুরা (আবাসন প্রকল্প) তে ১৮ লক্ষ ৭৬ হাজার ৫শত টাকা ব্যয়ে ১.২৫১ কিলোমিটারে ৭৭জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে বেলা ১০টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর ও কার্তিকপুর গ্রামে ৪২ লক্ষ ১ হাজার ৫শত টাকা ব্যয়ে ২.৮০১ কিলোমিটারে ১শ ৫১জন গ্রাহকে, বেলা আড়াইটায় হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর গ্রামে ৩৬ লক্ষ ১৯ হাজার ৫শত টাকা ব্যয়ে ২.৪৪৩ কিলোমিটারে ২শ ২২জন গ্রাহকে, বেলা ৪টায় বাহাদুরপুর ইউনিয়নের বদলপুর গ্রামে ৫৬ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে ৩.৭৮২ কিলোমিটারে ২শ ৩৫জন গ্রাহককে বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। হাজিনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হাসুরা আবাসন প্রকল্পে বিদ্যুতায়নের উদ্বোধনী সভা শুরু হয়। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, অফিসার ইন চার্জ আকরাম হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ও এন্ড এম) সামিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা। এরপর চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলীর সভাপতিত্বে জয়পুর ও কার্তিকপুর গ্রামে, হরিপুর গ্রামে হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে বদলপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী সভা হয়। প্রধান অতিথি আরো বলেন, ৬টি গ্রামের ৬শ ৮৫জন গ্রাহকের জন্য সরকারর ব্যয় হয়েছে ১ কোটি, ৫৩ লক্ষ ৭০ হাজার ৫শত টাকা। জন প্রতি খরচ হয় গড়ে ২২ হাজার ৪শ ৩৯ টাকা। আমি বিশ্বাস করি একটি এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে রাস্তা ও বিদ্যুৎ। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে এখন প্রয়োজন বিদ্যুৎ আমি সেই চাহিদা পূরনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমার সেই প্রচেষ্টা সফল হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget