‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই ক্যারিয়ার শুরু করেন হৃত্বিক। আর এই ছবির মাধ্যমে ছেলেকে লাইমলাইটে আনেন বাবা রাকেশ রোশন। এর পর তাঁরা এক সঙ্গে আরো তিনটি ছবি করেন। সেগুলো হলো ‘কোই মিল গায়া’, ‘কৃষ ২’, ‘কৃষ ৩’। সর্বসম্প্রতি এই জুটি ‘কৃষ ৪’-এর কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি ২০২০ সালে মুক্তিপ্রত্যাশিত।
প্রথম দিকে বাবাকে অনুসরণ করতেন হৃত্বিক। তবে সম্প্রতি তাঁদের মধ্যে সৃজনসংক্রান্ত মতপার্থক্য লক্ষ করা যাচ্ছে। বাবার সব কথাতেই ‘হ্যাঁ’ বলছেন না তিনি। ছবি নির্মাণের ক্ষেত্রে তাঁর নিজেরও কিছু মতামত তিনি দিচ্ছেন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাইছেন। হয়তো তিনি বোঝাতে চাইছেন, রাকেশ রোশনের কথাই শেষ কথা নয় কিংবা তিনিও অল্পবিস্তর বুঝতে শিখছেন।
যদিও তাঁদের মধ্যে সৃজনসংক্রান্ত মতপার্থক্য খুব প্রকট নয়, তবুও ‘কৃষ ৪’-এর কাস্টিংয়ের সময় বিষয়টি দৃষ্টিগোচর হয়।
এ-প্রসঙ্গে গণমাধ্যম ডেকন ক্রনিকলকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ পর্যন্ত বাবা-ছেলে মিলে ৪টি ছবিতে কাজ করছেন বা করেছেন। তবে সম্প্রতি নতুন ছবির স্ক্রিপ্ট, শিডিউল ও কাস্টিংয়ের বিষয়ে সামান্য মতপার্থক্য দেখা গিয়েছে বাবা-ছেলের মাঝে। বিষয়টি মোটের বড় কিছু নয়, তবে এটা হচ্ছে। এটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব নয়, এটা সৃজনসংক্রান্ত মতপার্থক্য। তবে, এটাকে খুব ভালো বিষয় হিসেবে দেখছেন অনেকে। তাঁদের অভিমত, ছেলে ধীরে দীরে ম্যাচিওর হয়ে উঠছেন নির্মাণের বিষয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন